Subscribe our Channel

নওগাঁর মহাদেবপুরে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয়ের উদ্বোধন

 কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

২৮ এপ্রিল ২০২১ নওগাঁর মহাদেবপুরে চলতি ইরি-বোরো মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয়ের কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ২৮ এপ্রিল বেলা সাড়ে ১১ টায় মহাদেবপুর উপজেলা সদরের খাদ্য গুদামে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়।

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ধান ক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ধান সংগ্রহ কমিটির সভাপতি মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।

 

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল, মহাদেবপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, মহিষবাথান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাতাজি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, উপজেলা চালকল মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার, বিশিষ্ট ধান চাল ব্যবসায়ী মাসুদ রানা সহ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য চলতি বোরো মৌসুমে সরকারের সিদ্ধান্ত মোতাবেক ২৭ টাকা কেজি দরে মহাদেবপুর উপজেলায় তিন হাজার ৮৮৩ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। যা আগামী ১৬ আগস্ট পর্যন্ত ক্রয় করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *