
সম্পাদকীয় :
আরডিজেএ সদস ̈ আতাউর রহমান কাবুল এর ভাইয়ের ইন্তেকাল রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র (আরডিজেএ) সদস ̈ ও কালের কণ্ঠের সাংবাদিক আতাউর রহমান কাবুলের ভাই মো. আহসান হাবীব বাবুল ইন্তেকাল করেছেন। গতকাল শুক্র বার সন্ধা সাতটায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি।
মৃতু ̈কালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বৎসর। মৃতু ̈কালে তিনি , দুই সন্তান, মা, তিন ভাইসহ আত্মীয়- স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ ̈ ̧গুণগ্রাহী রেখে গেছেন। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার খয়খাট পাড়া গ্রামের মরহুম ডা. আব্দুল মালেকের চার ছেলের মধে ̈ দ্বিতীয় সন্তান তিনি।
গত ২৭ মার্চ করোনা পজিটিভ হলে তাকে ব১⁄২বন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কভিড ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পহেলা এপ্রিল আইসিইউতে ̄’স্থানান্তর করা হয়।
মো. আহসান হাবীব বাবুলের নামাজে জানাজা শনিবার বাদ জোহর গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার খয়খাট পাড়া নূরানীয়া ও হাফিজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এরপর মাদরাসা সংলগ্ন পারিবারিক গোরস্থানে তার পিতার কবরের পাশেই সমাহিত করা হবে। মো. আহসান হাবীব বাবুলের মৃতু ̈তে আরডিজেএ সভাপতি মোকছুদার রহমান মাকসুদ ও সাধারন সম্পাদক মিজানুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। নেত…বৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।