Subscribe our Channel

আগামী বুধবার থেকে সর্বাত্মক ভাবে দেশে  লকডাউনের চিন্তা : কাদের

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

 

ফের দেশে মহামারি এই  করোনা সংক্রমণটি ভয়াবহ আতাড়ে  রূপ নেয়ার কারনে , হুহু করে বেড়েই চলছে এমনকি এতে করে বেড়েই চলছে মৃত্যুর সংখ্যা । দেশে এই অবস্থা চলতে থাকলে ভয়াবহ আকাড় ধারন করতে পারে ।

 

তাই  সরকার দেশে সর্বাত্মক ভাবে লকডাউন দেয়ার  চিন্তা ভাবনা করছে ।আজ  ৯ এপ্রিল আ. লীগ এর সাধারণ সম্পাদক ও সরকারের সেতুমন্ত্রী  ওবায়দুল  কাদের  তার  সরকারি  বাসভবনে  ব্রিফিংয়ে এমন একটি সম্ভাবনার কথা বলেন ।

 

 

এসময় তিনি আরো বলেন, আমাদের  সরকার জন স্বার্থে আগামী ১৪ এপ্রিল বুধবার থেকে ফের এক সপ্তাহ এর জন্য সর্বাত্মক ভাবে লকডাউন এর বিষয়টি নিয়ে সক্রিয় আকাড়ে চিন্তা ভাবনা করছে এমনকি এর আগে গতকালকে ৮এপ্রিল মহামারি এই করোনাভাইরাস থেকে মানুষকে বাঁচাতে  ভবিষ্যতে ফের কঠোর ভাবে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

 

এসময়   তিনি বিসিএস কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে এসকল কথা বলেন,  দেশের মানুষকে বাঁচাতে ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে ।

 

এমনকি সেই সাথে আপনারাও স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সকলকেই  উৎসাহিত করবেন সেই সাথে নাকে মুখে মাস্ক পরবেন এবং সেই সাথে  ঘরে ফিরার সাথে সাথে  গরম পানির  ভাপ নেবেন পাশাপাশি পানি দিয়ে মুখে গড়গড়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *