
নিজস্ব প্রতিবেদক :
অশ্লীল ছবি এডিট করে আপত্তিকর এমনকি অশ্লীল ছবি বানানোর পড়ে তিন লাখ টাকা অন্যায় ভাবে আদায়কারী চাঁদাবাজ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করলেন চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশ । এসময় গ্রেফতার কৃতরা হলেন : মাহবুব আলম রনি (২৮), মো: শামসুল হক রানা (২৭), মো. আফসার (২৯), মো. সুমন হোসেন ওরফে সাদ্দাম (৩০) মো: মোশারফ হোসেন টুটুল (২৮) এবং মো. রাজু (২৯)।
গতকাল ৮ এপ্রিল পুলিশ এর পক্ষ থেকে জানা যায়, কিছুদিন আগে পাহাড়তলী এলাকার বাসিন্দা একজন ব্যবসায়ী’র (৬৭) কাছ থেকে চাঁদা দাবি করে কতিপয় কিছু যুবক। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ওই ব্যবসায়ীর ব্যক্তিগত কিছু ছবি আপত্তিকরভাবে এডিট করে।
এডিট করা এসব ছবি বিভিন্ন জায়গায় প্রচার করার হুমকি দিয়ে গত ২০ মার্চ তার কাছ থেকে তিন লাখ টাকা আদায় করে চক্রটি। এতেও না থেমে সুযোগ পেয়ে আবার তিন লাখ চাঁদা দাবি করে বসে থাকে চক্রটি।
এসময় পুলিশ জানালেন, উক্ত ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে সেই ব্যবসায়ীটি গত বুধবার ৭ এপ্রিল সকল বিষয়টি পাহাড়তলী থানা পুলিশ এর সাথে আলোচনা করেন । তার এই অভিযোগ পেতেই ঘটনাটির তদন্তে নামলেন সেখানকার পুলিশ। একদিনেই অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় সকল চাঁদাবাজ চক্রের ছয় জন সদস্যকে।
সেই সাথে তাদের সকলের কাছে থাকা উদ্ধার করা হয় এক লাখ ২২ হাজার নগদ টাকা। এসময় পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ‘ব্যতি ক্রমী কৌশলে চাঁদা আদায় করা একটি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । তাদের কাছ থেকে কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার উক্ত বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।