Subscribe our Channel

দেশে লঞ্চডুবি ঘটনাতে নিহতদের ক্ষতিপূরণের দাবি : জাপা

ফাইল ছবি 

আবু বক্কর সিদ্দিক :

দেশের নারায়ণগঞ্জ  এর শীতলক্ষ্যা নামক নদীতে লঞ্চডুবি হওয়া  ঘটনাযটিতে গভীর শোকেএমনকি দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যানি এমনকি বিরোধীদলের উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

 

এমনকি এর সাথে যারা মৃত্যু হয়েছে তাদের পরিবারকে যৌক্তিক ভাবে ক্ষতিপূরণেএমনকি সেই সাথে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে আহ্বান জানালেন তিনি ।

 

আজ ৫ এপ্রিল একটি শোক বার্তাতে  তিনি সকল নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ।

 

এসময় জিএম কাদের আরো  বলেন, নৌপথে এসমল মর্মান্তিক দুর্ঘটনা গুলো মেনে নেয়া যায় না। দেশের সকল নৌপথ নিরাপদ করতে হবে। এমনকি , দুর্ঘটনাতে প্রকৃত কারণ গুলো উদঘাটন করে কার্যকর ভাবে এর তদন্ত কমিটি গঠন করা এমনকি সেই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *