Subscribe our Channel

চট্রগ্রামে অস্ত্র ক্রয় ও বিক্রয় কৃত এক সন্ত্রাসীকে আটক করেছেন র‌্যাব ৭

চট্রগ্রাম জেলা প্রতিবেদক :

দেশেে এবার চট্টগ্রাম নগরটির আকবর শাহ থানা এলঅকায় বিশ্বকলোনী নামক এলাকাতে অভিযান চালিয়ে অস্ত্রেএবং গুলি সহ একজন ব্যক্তিকে আটক করেছেন র‍্যাব ৭।

 

গতকাল ৪ এপ্রিল দিবাগত রাতে আনুমানিক ১টার সময়  তাকে আটক করা হয় বলে জানা যায় । উক্ত স্থানে আটককৃত আসামির নাম মো. মামুন বয়স (৩৮) এমনকি তিনি সন্দ্বীপ থানা এলাকাতে বসবাস করতেন তার পিতা  মৃত আবু বক্কর ।

 

এসময় পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে র‍্যাব ৭ জানালেন, আকবরশাহ নামক থানাতে বিশ্বকলোনী আল হেরা মসজিদ এর সংলগ্ন ফারুক মার্কেট এর সামনে উক্ত ব্যাক্তিটি  অস্ত্রসহ  অবস্থান করছিলেন, এই সংবাদে পেয়ে  সেখানে অভিযান পরিচালনা করা হয়। এমন সময় র‍্যাবের উপস্থিতি হতে অনুমান জানতে পেয়ে,উক্ত ব্যক্তিটি পালঅতে চেষ্টা করলে অনেক কষ্টে দৌড়ে তাকে আটকাতে সফল হয় ।

 

এর পর তার শরীর তল্লাশি করে  একটি রিভলবারেএমনকি সাথে থাকা তিন রাউন্ড গুলি সহ ওপওয় থাকেন ।এমনকি  উক্ত স্থানে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক  (মিডিয়া)  নুরুল আবসারপীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে  বলেন, আকবর শাহ থানা এলাকাতে অভিযান চালিয়ে অস্ত্রেএমনকি গুলি সহ একজন সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

এসময় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে অস্ত্র ক্রয় এমনকি বিক্রয় সহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এই গ্রেফতারকৃত আসামিকে আলামত সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরের আকবরশাহ  থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *