
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়িয়ে যাওয়া ১১ টি ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম ও অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। রবিবার বিকেলে পীরগঞ্জ উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নের ভেবরা গ্রামে গিয়ে জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম,ক্ষতিগ্রস্থ পরিবার গুলো কে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারের মাঝে ৭৫০০/টাকার চেক প্রদান ও শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) তরিকুল ইসলাম, ৭নং হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনছারুল হক, ইউ পি সদস্য মজিরুল ইসলাম, সাংবাদিক বৃন্দ । উল্লেখ্য যে,গত শুক্রবার রাতে উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে অগ্নিকান্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই হয়ে জাই। রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত্র ঘটে এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবাররা দাবী করেন।