Subscribe our Channel

ইটভাটায় ঝলসে গেছে ৬০ একর ক্ষেতের ফসল

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিনটি ইটভাটার কালো ধোঁয়া আর গরম বাতাসে অন্তত ৬০ একর ক্ষেতের ফসল ঝলসে গেছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। এতে ফসলের ক্ষতির ভয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অর্ধশতাধিক কৃষক। এর প্রতিকার পেতে গত বুধবার ইউএনওর কাছে লিখিত আবেদন করেন তারা। পরে গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ইউএনও । এ সময় ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আকবর ইটভাটার মালিক আকবর আলীকে কাঠ পোড়ানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন । পৌর শহরের গুয়াগাঁওয়ের ফসলি জমির আশপাশে শাহজাহান (ঢাকাইয়া), বেলাল ও আকবর আলী নামে তিন ব্যক্তি ভাটাগুলো গড়ে তুলেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া আর গরম বাতাসে পরিবেশ দূষণ হচ্ছে। পাশাপাশি ক্ষতি হচ্ছে  ফসল ও বাগানের ।

কয়েক দিনে ভাটার কালো ধোঁয়া আর গরম বাতাসে অন্তত ৬০ একর বোরো ধান ও ভুট্টাক্ষেত ঝলসে গেছে । স্থানীয় কৃষক শাহজাহান, অহিদুল, বাদলসহ কয়েকজন জানান, ধারদেনা করে  তারা বোরো ধান ও ভুট্টার আবাদ করেছেন। ভুট্টা পরিপক্ব ও ধানের শিষ বের হচ্ছে। এ সময়ে ভাটার কারণে গাছের পাতা ঝলসে হলুদ বর্ণ ধারণ করেছে। যেসব ধানের শিষ বের হয়েছে, তার সব চিটা হয়ে যাচ্ছে। শিষে কোনো ধান নেই। ভুট্টার মোচায় কালো আবরণ পড়তে শুরু করেছে। এতে ক্ষেতের ফসলের ফলন নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন পৌর কাউন্সিলর আব্দুস সামাদ। তিনি বলেন, অনেকে ঋণ করে ধান আবাদ করেছেন। অবৈধ ইটভাটার কারণে তাদের ফসল নষ্ট হয়েছে।এদিকে ইউএনওর নির্দেশে বৃহস্পতিবার কৃষি বিভাগ মাঠ পরিদর্শন করে বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে বলে জানান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিহাররঞ্জন রায়। তিনি বলেন, তাপের কারণে ফসলের এমন অবস্থা হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হচ্ছে, তা তারা পর্যবেক্ষণ করছেন।ইটভাটা মালিক আকবর আলী এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। ইটভাটা মালিক সমিতির সভাপতি বেলাল হোসেন জানান, কৃষকদের সঙ্গে কথা হচ্ছে। তবে কী কারণে এ ধরনের পরিস্থিতি হলো, তা কৃষি বিভাগ ভালো বলতে পারবে।ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক, কৃষি বিভাগ ও ভাটা মালিকদের রোববার বিকেলে ডেকেছেন। তাদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে বলে জানান ইউএনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *