
মুহম্মদ তরিকুলইসলাম, পঞ্চগড়প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলাপ্রশাসন ও পঞ্চগড়পরিবেশঅধিদপ্তরের যৌথ উদ্যোগেভ্রাম্যমাণআদালতঅভিযানকালেসাড়ে ৫লাখ টাকাজরিমানাআদায়করাহয়েছে। মঙ্গলবার (১৭জানুয়ারি) পঞ্চগড় বোদাউপজেলায়অবস্থিত ২টি অবৈধইটভাটারবিরুদ্ধে এই ভ্রাম্যমাণআদালতপরিচালনাকরাহয়। এসময়পরিবেশঅধিদপ্তর, রংপুরবিভাগেরপরিচালক সৈয়দ ফরহাদ হোসেনও জেলাপ্রশাসনপঞ্চগড়এরসিনিয়রসহকারীকমিশনার ও বিজ্ঞএক্সিকিউটিভম্যাজিস্ট্রেট মোঃফজলেরাব্বিঅভিযানে নেতৃত্ব প্রদানকরেনএবংপরিবেশঅধিদপ্তর, পঞ্চগড় জেলাকার্যালয়েরসহকারীপরিচালক মোঃইউসুফআলীপ্রসিকিউটরহিসেবে দায়িত্ব পালনকরেন।এছাড়াওপরিবেশঅধিদপ্তর, রংপুরবিভাগএরসিনিয়র কেমিস্ট হাসান-ই-মোবারকউপস্থিত ছিলেন।
অভিযানেজেলাপুলিশ, পঞ্চগড়এবংফায়ারসার্ভিস ও সিভিলডিফেন্স, বোদা, পঞ্চগড়এরএকদলসদস্য অভিযানপরিচালনায়সহযোগিতাকরেন। পরিবেশঅধিদপ্তর, পঞ্চগড় জেলাকার্যালয়ের পক্ষ থেকে এ ধরণেরঅভিযানঅব্যহত থাকবেবলেজানানোহয়েছে। মুহম্মদ তরিকুলইসলাম