Subscribe our Channel

পীরগঞ্জ উপ‌জেলায় বাংলা‌দেশ ছাত্রলীগ  পৌর শাখা পীরগঞ্জ এর বা‌ষিক স‌ম্মেলনে

মো: লাইসুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গতকাল বুধবার ২৮ অক্টোবর ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপ‌জেলায় বাংলা‌দেশ ছাত্রলীগ  পৌর শাখা পীরগঞ্জ এর বা‌ষিক স‌ম্মেলনে প্রধান অ‌থি‌তি ছি‌লেন: জনাব মো:ইমদ‌াদুল হক, সা‌বেক সংসদ সদস‌্য ঠাকুগাঁও-৩ ও সভাপ‌তি বাংলা‌দেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপ‌জেলা শাখা।  বি‌শেষ অ‌থি‌তি ছি‌লেন:জনাব মো:ইকরামুল হক,বীর মু‌ক্তিযোদ্ধা ও সা‌বেক সভাপ‌তি(ভারপ্রাপ্ত)বাংলা‌দেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপ‌জেলা শাখা। জনাব মো:রেজাওয়ানুল হক বিপ্লব,সাধারন সম্পাদক বাংলা‌দেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপ‌জেলা শাখা।জনাব মো:ক‌শিরুল আলম, মেয়র পীরগঞ্জ পৌসভা পীরগঞ্জ ঠাকুরগাঁও। জনাব মোছা:পারভীন আক্তার,সভাপ‌তি বাংলা‌দেশ ম‌হিলা আওয়ামী পীরগঞ্জ পৌর শাখা।জনাব মোছা:কাজী সো‌নিয়া,সাধারন সম্পাদক বাংলা‌দেশ ম‌হিলা আওয়ামী লীগ পীরগঞ্জ পৌর শাখা।

জনাব মো:আল কিব‌রিয়া আ‌বেদীন,সভাপ‌তি বাংলা‌দেশ ছাত্রলীগ  উপ‌জেলা শাখা। জনাব মো:আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক বাংলা‌দেশ ছাত্রলীগ পীরগঞ্জ উপ‌জেলা। নেতৃবৃন্দ উপ‌স্থিত ও ব‌্যক্তব রা‌খেন এবং পৌর ছাত্র লীগ এর অস্থায়ী ক‌মি‌টি গঠন ক‌রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *