Subscribe our Channel

ঠাকুরগাঁও পীরগঞ্জে শাগুনি ব্রীজের প্রযুক্তিগত কাজের অবহেলা?

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন শাগুনি ব্রীজ নামক স্থানে আবারো প্রযুক্তিগত কাজের অবহেলাতে আজ ব্রীজটির বেহাল দশা । ঠিকাদাররা তাদের পকেট ভরে কিন্তু সমাজের লোকের সমস্যা করা তাদের একটি পুরাতন পেশা । তা না হলে কেনই বা আমাদের এই ঐতিহ্যবাহি ব্রিজটির এই বেহাল অবস্থা হবে । ব্রীজটি দিনাজপুর হয়ে ঢাকা যাওয়ার একটি রাস্তা । এই রাস্তা হয়ে মানুষ তাদের যাতীয় সুযোগ সুবিধা ভোগ করে ।

এমন সময় এই ব্রীজের মেরামত কাজটি যদি অবহেলাতে পড়ে থাকে তাহলে এই এলাকার মানুষের চলাচলের অবস্থাটি বয়াবহ আকার ধারন করবে । সংশ্লিষ্প জনপ্রশাসনের দৃষ্টিআকর্ষন করে বলতে চাই এই রাস্তার ব্রীজটির মেরামত অতিশীর্ঘই করা দরকার । আশাকরি আমলে নিবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *