
নিজস্ব প্রতিবেদক(চট্রগ্রাম) : চট্টগ্রামে সোনা চোরাচালান মামলায় হাফেজ মোহাম্মদ খায়রুল বাশার (৪৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি থানার শাহ নগর গ্রামের জাগির আহমেদ সওদাগরের ছেলে।সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা এ রায় দেন। রায়ে ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে কে জানিয়েছেন মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আবদুর রশিদ।আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটের যাত্রী খায়রুল বাশারকে ৮৭টি স্বর্ণের পাতসহ আটক করে কাস্টমস।
জব্দ করা সোনার ওজন ২ কেজি ১১৫ গ্রাম। এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় মামলা হয়।পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে শাহ আমানত বিমানবন্দরে কাস্টমসের হাতে ৮৭টি স্বর্ণের পাত উদ্ধারের মামলায় আদালত রায় দিয়েছেন। বিচারে আদালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন। রায় ঘোষণার সময় আসামি হাজির ছিলেন আদালতে। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।