
মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ফুলবাড়ী উপজেলার রসুলপুর গ্রামের কলাবাগান এলাকা হতে ৩২৩ বোতল আমদানী নিষিদ্ধ ভারতিয় ফেন্সিডিল ও ১৪ কেজি গাঁজাসহ ৩জন মাদককারবারীকে আটক করা হয়।২৯বিজিবি হাবিলদার জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে গত রবিবার বিকেল ৩টায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এবং এই দিন রাত সাড়ে ৯টায় ফুলবাড়ী থানায় মাদকসহ আসামীদের হস্তান্তর করা হয়।আটককৃতরা হলো,ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের মোঃ কোবাদ চৌধুরীর পুত্র মোঃ মাজেদ চৌধুরী(২৩),একই এলাকার মোঃ আতাউর চৌধুরীর পুত্র মোঃ জাহিদুল ইসলাম(৩০) ও মৃত: সহিদ উদ্দিনের পুত্র পুনু মিয়া ওরফে মতিয়ার(৩২)।
ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ আশ্রাফুল ইসলাম জানান, আটককৃত আসামীসহ মাদক দ্রব্য ২৯ বিজিবি আমাদের নিকট হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ২,তারিখ-০৩/০৭/২০২২ইং। আজ সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।