Subscribe our Channel

২০ বছর ধরে বেদখল থাকা জমি ফিরে পেলেন পীরগঞ্জের ভূমিহীনরা

পীরগঞ্জ ঠাকুরগাঁও সংবাদদাতা:খাস জমির অধিকার ভূমিহীন জনতা” বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের ২১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, ঠাকুরগাঁও  জেলার পীরগঞ্জ উপজেলার সরকার কর্তৃক খাস জমি বন্দোবস্ত পাওয়া ১৪ জন ভূমিহীন পরিবার ২০ বছর পর ফিরে পেলেন তাদের বে-দখলে থাকা জমি। গত রবিবার দুপুরে পীরগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) এসিল্যান্ড তরিকুল ইসলাম এ জমি প্রভাবশালীদের কাছ থেকে উদ্ধার করে বন্দোবস্ত পাওয়া ১৪ ভূমিহীন পরিবারকে দখল বুঝিয়ে দেন।

১৯৯৯-২০০০ অর্থ বছরে উত্তর মালঞ্চা গ্রামে টাঙ্গন নদীর পূর্বধারে সাড়ে পাঁচ একর জমি ১৪ ভূমিহীনকে (পরিবার প্রতি ৩৮ শতক করে) বন্দোবস্ত দেন জেলা প্রশাসক। ভূমিহীনরা কাগজে কলমে জমি বন্দোবস্ত পেলেও এ জমি সেখানকার প্রভাবশালীদের দখলে থাকায় ২০ বছরেও দখল পায়নি ভূমিহীনরা তারা।গত রবিবার দুপুরে পীরগঞ্জ এসিল্যান্ড তরিকুল ইসলাম সরেজমিনে গিয়ে এ জমি প্রভাবশালীদের কাছ থেকে উদ্ধার করে বন্দবস্ত পাওয়া ১৪ ভূমিহীন পরিবারকে দখল বুঝিয়ে দেন। জমি ফিরে পাওয়ায় সকল ব্যক্তিরা সহকারী কমিশনারসহ প্রশাসনেকে ধন্যবাদ জানান।

এসিল্যান্ড তরিকুল ইসলাম বলেন, ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়ার পরেও এ খাস জমি একটি মহল জোর করে দখলে রেখেছিল। তাদের কাছ থেকে উদ্ধার করে পুনরায় ভূমিহীনদের দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এখানে আরও খাস জমি প্রভাবশালীদের দখলে আছে। সেগুলো পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *