Subscribe our Channel

হলিউডে আরেক নতুন জেমস বন্ডের আগমন

 নিজস্ব প্রতিবেদক : হলিউডের পাড়ায় তুমুল জনপ্রিয় এক চরিত্র ‘জেমস বন্ড’। সিনেমার রুপালি পর্দায় মাতিয়ে চলেছেন দুর্ধর্ষ এই স্পাই ১৯৬২ সাল থেকে ।জেমন বন্ড সবসময়ই ‘স্পেশাল ওয়ান’ হিসেবে পরিচিত তাদের কাছে যারা গোয়েন্দা-রহস্য বা অ্যাকশন-থ্রিলার মুডের ছবি দেখতে পছন্দ করেন ।

সর্বশেষ কয়েকটি কিস্তিতে বাজিমাত করে আসছেন অভিনেতা ড্যানিয়েল ক্রেগ ’জেমস বন্ড’ হিসেবে। মুক্তির অপেক্ষায় থাকা জেমস বন্ড হিসেবে তার শেষ হিসেবে ‘নো টাইম টু ডাই’ ছবিটিতে।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ঘোষণা বেশ অনেক আগেই জানানো হয়েছে । তারপর থেকেই হলিউড পাড়ায় গুঞ্জন চলছে কে হবেন নতুন বন্ড?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *