
নিজস্ব প্রতিবেদক : এবার সিদ্ধান্ত হয় এ বছরে লোকসান হয়েছে পুঁজিবাজার তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স। লোকসান হলেও কোম্পানির পরিচালনা পর্ষদ গত বছরের ২০১৯ ইং সালের শেষ বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্তটি নিলেন।
তবে কোম্পানির পরিচালনা পর্ষদের সভাটি শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্যটি পাওয়া যায় । আজ (ডিএসই) এর মাধ্যমে এই প্রতিবেদনটি প্রকাশ করাহয় ।
তবে এই লভ্যাংশের বিষয়টি কোম্পানির পরিচালনা পর্ষদের নেয়া সেই সিদ্ধান্তটি শেয়ারহোল্ডারদের মাঝে অনুমোদনের জন্য এক বার্ষিক সাধারণ সভা (এজিএম) তারিখ নির্ধারণ করা হয় আগামী ২৬ নভেম্বর। এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ২২ অক্টোবর।
এমনকি সমাপ্ত হিসাবটি বছরে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা করেছে ১৯ পয়সা এমনকি শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়ায় ৮ টাকা ৯৪ পয়সাতে।