Subscribe our Channel

শুভ জন্মদিন প্রিয় নায়ক ক্যাপ্টেন ম্যাশ

 নিজস্ব প্রতিবেদক :    ৩৮তম জন্মদিনে পা রাখলেন দেশের অন্যতম পেসার ও অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। তিনি ১৯৮৩ সালের ৫ অক্টোবর তারিখে নড়াইলে জন্মগ্রহণ করেন  । জীবনের ৩৭তম বসন্ত কাটিয়ে ৩৮তম বছরে পা দিলেন তিনি। ১৮ বছর বয়সে মাশরাফির জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হয়। ইনিংসটিতে ৪ উইকেট শিকার করে আলাদাভাবে নিজের পরিচয় দিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস ম্যাশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২২০ ওয়ানডে খেলেছেন মাশরাফি এবং সেই সাথে শিকার করেছেন দেশের হয়ে সর্বোচ্চ ২৭০ উইকেট লিমিটেড ওভারের ম্যাচে।

২০০৬ সালে দেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই সর্বনিম্ন লিমিটেড ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় তার। আনুষ্ঠানিকভাবে এই ফরম্যাট থেকে তিনি বিদায় নিয়েছেন সাম্প্রতিক ২০১৭ সালের এপ্রিলে।

 

খেলোয়াড় কিংবা অধিনায়ক হিসেবে দেশের ক্রিকেটে অনেক সাফল্যের রুপকার মাশরাফির জন্মদিনে পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস এর পক্ষ থেকে জানা্ই আন্তরিক শুভেচ্ছা । মজার বিষয় হলো,এই তারিখেই জন্মগ্রহণ করেছে তার দ্বিতীয় সন্তান সাহেল মর্তুজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *