
ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা ঘিবা দারুল উলুম দাখিল মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়ায় দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ই জুলাই) সকালে মাদ্রাসা চত্বরে এদোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহাদুরপুর ইউনিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মফিজুর রহমান।
এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আলী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বাদশা মল্লিক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তিতাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মেম্বর, সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেম্বর শাহাজান আলী মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক ফারুখ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক মেম্বর লিয়াকত আলী ভান্ডারী, যুবলীগ নেতা আসাদুজ্জামান আশা ও বাহার আলীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।