
আন্তর্জাতিক ডেক্স : দেশটির ভারতীয় সৈন্যরা লাদাখের বিরোধপূর্ণ সীমানার এলাকাটি অতিক্রম করে টহলরত চীনের সৈন্যদের সতর্ক করতে তারা ফাঁকা গুলি ছুড়ে এটি চীন অভিযোগকরলেন। গতকাল লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণ তীরে অবস্থানরত এই ঘটনা ঘটে ।
তবে দেশটির চীনা সামরিক বাহিনীর এক জন মুখপাত্র জানালেন, চীন দেশের সৈন্যরা এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা ভাবে পদক্ষেপ নিতে বাধ্য হলেন। ধারনা করা হচ্ছে কি রকম ব্যবস্থা নিয়েছেন, উক্ত ব্যাপারটি এখনও পরিষ্কার নয় ।
সূত্র: বিবিসি, রয়টার্স।