Subscribe our Channel

রুহিয়ায় ১৮ দিনে ৩দফায়  ৯টি দোকান চুরি; ব্যবসায়ীরা আতঙ্কে

আল ফয়সাল অনিক, নিজস্ব প্রতিনিধিঃ রুহিয়ায় আবারও ২টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
১৫ নভেম্বর (বুধবার) দিবাগত রাতে রুহিয়া চৌরাস্তায় চৌধুরী মার্কেটে এ চুরির ঘটনা ঘটে। ঘটনায় হারুনের কাপড়ের দোকান ও মানিক জুয়েলার্সের দোকানের উপরের টিন কেটে ঘরে ঢুকে নগদ ১৬ ভরি রুপা, ৬ আনা সোনা ও হারুনের দোকানের কিছু মালামাল সহ সর্বসাকুল্য ৪০ হাজার টাকা নিয়ে যায় চোর।কাপড়ের ব্যবসায়ী হারুন ও মানিক জুয়েলার্সের মালিক পক্ষ জানান, আমরা প্রতিদিনের ন্যায় সকালে দোকান খুলেই এমন চিত্র দেখে থমকে দাঁড়াই। দিন দিন এমন চুরির ঘটনায় আমাদের পথে বসিয়ে দিচ্ছে। রুহিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি নাসিম খান সংবাদমাধ্যমকে জানান, রুহিয়া বাজারে ১৫ দিনের ব্যবধানে ৩ বারের মত মোট ৯টি দোকানে এই চুরির ঘটনা ঘটে । বার বার চুরি হওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা আতঙ্কের মধ্য দিনাতিপাত করছি। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় জানান,ঘটনা স্থল পরিদর্শন করেছে পুলিশ। রুহিয়ায় থেকে আমরা ৩/৪ জন চোরকে ধরে ইতিমধ্যে জেল হাজতে প্রেরন করেছি। বাকী চোরদের চিহ্নীন্ত এবং ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি আমারা অতি শীঘ্রই চোরদের ধরতে সক্ষম হবো।

উল্লেখ যে,ইতিপূর্বে গত ৩১ অক্টোবর দিবাগত রাতে চৌরাস্তার পাশে একই কায়দায় সিরাজুল মার্কেটের ৪টি দোকান থেকে ২ লক্ষাধিক টাকার মালামাল এবং ১১ নভেম্বর দিবাগত রাতে ৩টি দোকানের ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *