
আল ফয়সাল অনিক,স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৭অক্টোবর) রুহিয়া থানা পুলিশের আয়োজনে
থানা হলরুমে পূজা উর্দযাপন পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রুহিয়া থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উৎযাপন কমিটির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ,ঠাকুরগাঁও সদর উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক এড, অতুল প্রসাদ, সাংগঠনিক সম্পাদক রামকৃষ্ণ রায়, জেলা পরিষদের সদস্য নৃপেন্দ্রনাথ ঝা, রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সেন, ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার নির্মল, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, ঢোলার হাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রুহিয়া ইউনিয়ন পুজা উৎযাপন কমিটির সভাপতি আশ্বিনি চন্দ্র, আখানাগর ইউনিয়ন পুজো উৎযাপন কমিটির সভাপতি সুরেন্দ্রনাথ রায়, ঢোলার হাট পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায় প্রমুখ।