Subscribe our Channel

রাতে রাজধানীতে মশাল মিছিলে আবদ্ধ হলেন

নিজস্ব প্রতিবেদক : দলের  ইশরাককে মামলা দেয়ার কারনে প্রতিবাদে রুখে দারালেন ঢাকা-৬ আসনে মশাল মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদলের অনেকেই। গতকাল ১৩ নভেম্বর সন্ধ্যাতেেএই মশাল মিছিল করলেন । উক্ত মিছিল রাজধানী টিকাটুলি হয়ে  মতিঝিলে শেষ হয়  । এই সময় ছাত্রদল সকল নেতা কর্মীরা এই মামলা মিথ্যা এমনকি বানোয়াট বলে অনেক স্লোগানরে সুরে প্রতিবাদ জানালেন । এই মিছিলটিতে ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক আমজাদ ,  সহ-সাংগঠনিক সম্পাদক জে এফ নাঈম, হোসেন মামুন, আহমেদ হিমু, সাইফআশিকুর রহমান ফাহিম এমনকি ৪০ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির হোসেন, প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *