Subscribe our Channel

রাতেই কবরস্থান থেকে ১৯ টি কঙ্কাল চুরি

পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক রাতে কবরস্থান থেকে ১৯টি মরদেহের কঙ্কাল চুরির খবর পাওয়া গেছে।শনিবার (৩০ জুলাই) সকালে পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থানে গিয়ে এমনটা দেখতে পান স্থানীয়রা।নানি শাশুড়ির মরদেহ দাফনের জন্য সকালে কবরস্থানে আসেন জাহাঙ্গীর হোসেন। কবরে মাটি দিয়ে ফেরার পথে তার চোখে পড়ে কিছু পোশাকের স্তূপ।তিনি বলেন, ‘একটু ভয় পেয়েছিলাম। পরে কয়েকজনকে ডাকলাম। তারা এলে কাছাকাছি গিয়ে দেখি সেখানে তোয়ালে, টাউজারসহ অনেকগুলো পোশাক পড়ে আছে আর কবরগুলোর বেড়া ভাঙা। ভেতরে গিয়ে দেখি ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে।

’স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘কঙ্কাল চুরির পর হয়তো পোশাক পরিবর্তন করে এখান থেকে চলে যায়।

১৯টি কবরের ভেতরে মরদেহের কোনো কঙ্কাল নেই। সেগুলো চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি।’এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম  পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে  বলেন, এই খবরটি পাওয়া মাত্রই আমি এখনও গোরস্থান পরিদর্শনে আছি। এ বিষয়ে বিস্তারিত  জানাতে কিছু সময় লাগবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *