Subscribe our Channel

হুমায়ুন কবির নিজস্ব প্রতিবেদক,   রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৩ জুলাই বৃহস্পতিবার রয়েল (১২) নামে এক স্কুল ছাত্রের সাপের কামড়ে মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।  রয়েল উপজেলার ছিট মাধবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে স্থানীয় সিডি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সুত্র মতে গত ২২ জুলাই বুধবার রাতে রয়েল খেয়ে দেয়ে  তার নিজ বাড়ির শোবার ঘরে ঘুমিয়েছিল। গভীর রাতে তার হাতে একটি বিষধর সাপ কামড়ে ধরে।তাৎক্ষণিক জেগে  রয়েল চিৎকার দিয়ে উঠে এবং কাপড় দিয়ে টেনে সাপটিকে ছুঁড়ে ফেলে। সাথে সাথে  তার বাবা  মা ঘরে এসে সাপটিকে দেখতে পায়। কিন্তু সাপটিকে মারলে ছেলের ক্ষতি হবে মনে করে  না মেরে সাপটিকে পালিয়ে যেতে দেয়।  ঐ রাতেই রয়েলকে স্থানীয় দুজন ওঝার কাছে নিয়ে যাওয়া হয়।  ওঝার ঝাড়-ফুঁকে কোনো কাজ না হলে পরিবারের লোকজন রয়েলকে অবশেষে স্থানীয় স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়।  এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সেের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম বলেন হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে। একই গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন রয়েলের সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ টায় মৃত রয়েলেকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *