Subscribe our Channel

রাণীশংকৈলে নন এমপিওশিক্ষক- কর্মচারীদেরমাঝেপ্রণোদনাপ্রদান

হুমায়ুনকবির, রাণীশংকৈল,( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দেশব্যাপীকরোনাভাইরাসেরপ্রার্দুভাবেরকারণে ক্ষতিগ্রস্ত নন এমপিওশিক্ষককর্মচারীদেরপ্রধানমন্ত্রীরবিশেষপ্রণোদনা দিচ্ছেন। এরই অংশ হিসাবেঠাকুরগাঁওয়েররাণীশংকৈলউপজেলাপ্রশাসনেরআয়োজনে ১৬ জুলাইবৃহস্পতিবার দুপুরেসামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেউপজেলায়কর্মরত ২৮৭ জনশিক্ষককর্মচারীদেরপ্রদেয় অনুদানেরনগদ অর্থ বিতরণকরাহয়েছে। বিতরণকার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলাপরিষদ চেয়ারম্যান শাহরিয়ারআজমমুন্না, উপজেলানির্বিহীঅফিসার মৌসুমীআফরিদা, মাধ্যমিকশিক্ষাঅফিসারআলীশাহারিয়ার, সহকারিমাধ্যমিকশিক্ষাঅফিসার বেল্লালসরকার, একাডেমিকসুপারভাইজারওবাইদুররহমানপ্রমুখ। জানাগেছে এ উপজেলায়কলেজ ও স্কুল স্তরের ২২৩ জনশিক্ষককে ৫০০০ টাকা ও ৬১ জনকর্মচারীকে ২৫০০ টাকাকরে মোট ১২৬৭৫০০ টাকাপ্রণোদনা দেয়া হয়।
এ উপজেলারবিভিন্নশিক্ষাপ্রতিষ্ঠানেকর্মরত নন- এমপিওশিক্ষককর্মচারীগণপ্রণোদনারটাকাহাতে পেয়েপ্রধানমন্ত্রীকেধন্যবাদ জানানএবং কৃতজ্ঞতাপ্রকাশকরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *