
হুমায়ুনকবির রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়েরানীশংকৈলউপজেলায় ৩০ সেপ্টেম্বরবুধবারদিনব্যাপি এক ভেটেরিনারি সেবাকর্মসূচিঅনুষ্ঠিত হয় । এ উপলক্ষে এদিনবাংলাগড়সরকারিপ্রাথমিক বিদ্যালয়মাঠেসকালেউপজেলাপ্রাণিসম্পদ কর্মকর্তাডাঃমদনকুমাররায়েরসভাপতিত্বে এক অনুষ্ঠানেরআয়োজনকরা হয়।
এতে প্রধানঅতিথি হিসেবেউপস্থিত ছিলেন জেলাপ্রাণিসম্পদ কর্মকর্তাআলতাফ হোসেন, বিশেষঅতিথি ছিলেনরাতোরইউপি চেয়ারম্যানআব্দুররহিম। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা ভেটেনারিঅ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁওয়ের সদস্য ডাঃমাসুম ,ডাঃ মোনালিসা, ডাঃকমলাকান্তপ্রমুখ । সার্বিকসহযোগিতায়ছিলেনরাণীশংকৈলউপজেলাপ্রাণিসম্পদ বিভাগেরবিভিন্নকর্মকতা ও কর্মচারীবৃন্দ ।
উক্ত কার্যক্রমে বাচোর, নেকমরদ, ও রাতোরইউনিয়নের মোট ৭ জনপশুচিকিৎসককেগরু ও ছাগলেরভ্যাকসিনএবংঔষধবিনামূল্যে প্রদানকরা হয় ।
এ বিষয়েপ্রাণিসম্পদ কর্মকর্তাডাঃমদনকুমাররায়বলেন, এই মহামারীকরোনাকালেগরুছাগলেরবিভিন্নপ্রকার রোগবালাই দেখা দিচ্ছে। অনেকগরিব মানুষ টাকারঅভাবেতাদেরপশুদেরচিকিৎসাকরাতেপারছেননা । তাদেরজন্যই এই ফ্রি মেডিকেলটিম ও চিকিৎসাকার্যক্রম পরিচালনাকরাহচ্ছে। । এ ছাড়াও
আমরাসকলেরগরু-ছাগলেরঔষধএবংভ্যাকসিনদিচ্ছি।