
নিজস্ব প্রতিনিধিঃ বাক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছে এক জন চট্টগ্রামের রাউজানে মোশরাফ হোসেন নামে । তার বয়স ১৪ বছর। (১৮ মে) সকাল ১০ টা গত মঙ্গলবার থেকে মোশরাফকে খুঁজে পাচ্ছে না তার পরিবার।নিখোঁজ কিশোর ৭ নং রাউজান সদর ইউনিয়নের নাতোয়ান বাগিছার শমসের নগর বদন চৌধুরী বাড়ির মো. মনছুর আলম ছেলে। বুধবার (১৯ মে) রাতে মোশরাফের মা রেহনা আকতার লাকী রাউজান থানায় উপস্থিত হয়ে নিখোঁজ ডায়েরী করেন।জানা যায়, গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে মোশরাফ কাউকে কিছু না বলে ঘর থেকে বেড়িয়ে যায়। আর ঘরে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা চারিদিকে খুঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। নিখোঁজ মোশরাফ বাত প্রতিবন্ধী, কথা বলতে পারেনা বলে জানায় তার পরিবার। রাউজান থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হানিফ জানান, নিখোঁজ মোশরাফকে খুঁজে পেতে চেষ্টা করা হচ্ছে।