Subscribe our Channel

রনিকে প্রশ্ন করতে এসে জনতার ধাওয়ায় পালালেন যুবক

নিজস্ব প্রতিবেদক : রেলের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনিকে প্রশ্ন করতে এসে জনতার তোপের মুখে পড়েছেন এক যুবক। জনসাধারণের ধাওয়ায় কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে পালাতে বাধ্য হন ওই যুবক। এম এ সূর্য নামের যুবকটি নিজেকে সবুজবাগ আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন।শুক্রবার (২২ জুলাই) বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।রেলের অব্যবস্থাপনা রোধে শুক্রবারও কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করেন মহিউদ্দিন রনি। এসময় তার সঙ্গে বেশ কয়েকজন আন্দোলনকারী উপস্থিত হন। বিকেলে সূর্য নামের ওই যুবক রনিকে প্রশ্ন করতে থাকেন। পরে রনির সঙ্গে থাকা জনতা তাকে ধাওয়া করেন।এম এ সূর্য সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মহিউদ্দিন রনিরসহ আন্দোলনকারীরা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আন্দোলন করছে গত ৬ তারিখ থেকে। তার দাবিগুলো রেলওয়েকে জানানো হয়েছে। রেলওয়ে সেসবের উত্তরও দিয়েছে। তারপরও কেন আন্দোলন করছে?এদিকে আন্দোলন করায় তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন মহিউদ্দিন রনি। কারা এবং কেন বিতর্কিত করার চেষ্টা করছে-জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, রেলের অব্যবস্থাপনার বিষয়ে সারাদেশের মানুষ জানে। যারা বিতর্কিত করতে এসেছিল তারা কারা আমি জানি না।

এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। তারা বারবারই আসে ঝামেলা করতে। তারা রেল সিন্ডিকেটের সঙ্গে লোকও হতে পারে। আমি বলবো, আইনশৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসা করুক, তিনি কেন এসেছিলেন।গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবি নিয়ে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর স্টেশনে অবস্থান নেন মহিউদ্দিন রনি। ১৩ দিন তিনি সেখানে অবস্থান করেন।শুরুতে একা আন্দোলনে নামলেও পরে তার বন্ধু, সহপাঠীসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থীও তাতে অংশ নেন। সেখানে অবস্থান নিয়ে গান, কবিতা, পথনাটক ও দুর্নীতিবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানান তারা।রনি ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।এদিকে সহজ ডটকমের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগও করেন রনি।অভিযোগের প্রমাণ পাওয়ায় বুধবার (২০ জুলাই) এক শুনানিতে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।

এ জরিমানার ২৫ শতাংশ অর্থ পাবেন ভুক্তভোগী রনি।ওইদিনই তিনি রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালকের হাতে তার ৬ দফা দাবির সপক্ষে স্মারকলিপি দিয়ে এসব দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।। তবে তার দাবির বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় আবারও কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেনে তিনি। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন।বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রনি ফের কমলাপুরে যান। এসময় তার দুই হাত প্রতীকী শিকলে বাঁধা ছিল। গলায় ঝুলানো ছিল রেলের অনিয়ম-দুর্নীতি নিয়ে লেখা ছোট্ট বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *