
পীরগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার /ছবি
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ চাপোর বাজার নামক স্থানের এক আমবাগানে আজ রবিবার (২৩ অক্টোবর) সকালে উক্ত স্থান থেকে পীরগঞ্জ থানা পুলিশ একজন টলি চালকের গলাকাটা লাশ উদ্ধার করেন । ঘটনাটির সূত্রে জানা যায়, শনিবার (২২ অক্টোবর) আনুমানিক রাত ৯ টার দিকে অজ্ঞাতনামার মুঠো ফোন পেয়ে বদরুল নিজ বাড়ী থেকে বাইরে চলে যায় , এর পরে তাকে হতে হয় লাশে । তার এই লাশটি পাওয়া যায় চাপোর বাজার নামক স্থানের আমবাগানে ।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসিদের ভিড় জমে এতে করে তার লাশের কাছে গিয়ে এলাকার অনেকেই তাকে চিনে বলে জানা যায় । পরিচয়ে উঠে আসে তার ঠিকানা , মৃত্য ব্যাক্তি পীরগঞ্জ উপজেলার ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের উত্তরমালঞ্চা কাটাবাড়ী গ্রামের মো. সফিজুল ইসলামের পুত্র । তিনি গুয়াগাও বেলাল ইট ভাটার ইটবাহী টলি চালক ছিলেন । বদরুল ইসলাম শনিবার রাত ৯ টার সময় অজ্ঞাতনামা ব্যাক্তির মোবাইল পেয়ে বাড়ী থেকে বাইরে বেরিয়ে যায়। এরপর রাতে তার বাড়ি ফিরে আসা হয়নি ।
আজ সকালে স্থানীয়দের চেখে পড়ে সেই লাশটি তখন পীরগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে উক্ত ব্যাক্তির লাশটি উদ্ধার করে । লাশের সরতহাল প্রস্তুতকরে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে পীরগঞ্জ থানা ডিউটি অভিসারের সাথে কথা বলে জানা যায়, পীরগঞ্জ থানায় এজহার দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে এটি মামলা হবে ।