
আন্তর্জাতিক ডেক্স : বিশ্বে এবার শীর্ষ ৫ জন ধনী ব্যক্তির তালিকাতে ১ জন হচ্ছে ভারতের মুকেশ আম্বানি। বিশ্বে মহামারি করোনা কালিন সময়ে ভারতবর্ষে ক্রমান্যয়ে কলকারখানা এমনকি কোম্পানি গুলো বন্ধ হয়ে যায়। সেই সময়ে ভরপুর ভাবে টাকা কামিয়ে নিয়েছেন তিনি । তিসি বহু রকম সংস্থা থেকে শেয়া কিনে অংশীদারিত্ব হয় । এতে আঙ্গুল ফুলে কলাগাছে রুপান্তরিত আম্বানি ।বর্তমানে তার ব্যক্তিগত সম্পদ ৬,৫৮,৪০০ কোটি টাকা। মুকেশ আম্বানি লকডাউনে প্রতি ঘণ্টাতে প্রায় ৯০ কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন । এশিয়ার ধনী ব্যক্তির শিরোপা দিয়েছেন তাকে।