Subscribe our Channel

মানুুষ এবার  যানজট ছাড়াই ঢাকা ফিরছেন
নিজস্ব প্রতিবেদক :ঈদুল আজহা উদযাপন শেষে এখনো ঢাকায় ফিরছেন অনেক মানুষ। ঈদের ছুটি শেষ হলেও অনেকেই কর্মস্থলে যোগ দেবেন রোববার (১৭ জুলাই)। সে কারণে শনিবার ভোর থেকে রাজধানীমুখী মানুষের চাপ দেখা গেছে গাবতলীতে। তবে সড়কে যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই ঢাকায় প্রবেশ করছে দূরপাল্লার বাসগুলো।শনিবার (১৬ জুলাই) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ভোর থেকেই দূরপাল্লার পরিবহনগুলো ঢাকায় প্রবেশ করতে শুরু করেছে। বিভিন্ন গন্তব্য থেকে শুক্রবার (১৬ জুলাই) রাতে ছেড়ে আসা বাসগুলো নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় পৌঁছায়। ফেরিপথে কিছুটা যানজট থাকলেও সড়কপথে যানজটের কবলে পড়তে হয়নি বলে জানান যাত্রীরা।দিনাজপুরের সাজ্জাদুর রহমান। পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করে শুক্রবার রাতে বাসে ওঠেন। শনিবার ভোরে তারা গাবতলী পৌঁছান। ফার্মগেটের ইন্দ্রিরা রোডে তাদের বাসা। বাস থেকে নেমে সিএনজির জন্য পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষা করছিলেন।এসময় তার সঙ্গে কথা হয়। তিনি জাগো নিউজকে বলেন, ঢাকায় আসার টিকিট পাচ্ছিলাম না। কয়েকটি কাউন্টার ঘুরতে হয়েছে। তবে রাস্তায় তেমন জ্যাম পড়েনি। ভোগান্তি ছাড়াই পৌঁছাতে পেরে ভালো লাগছে।ঢাকা কলেজের ছাত্র ইসমাম হেলাল। ঢাকায় টিউশনিও করান। সে কারণেই আগে আসতে হয়েছে। শুক্রবার রাতে খুলনা থেকে ঢাকার পথে রওনা দিয়ে শনিবার সকালে এসে পৌঁছান। তিনি জাগো নিউজকে বলেন, অন্যান্যবার এসময়ে রাস্তায় তীব্র যানজট থাকলেও এবার তা দেখা যায়নি। কয়েকটি স্থানে হালকা যানজটে পড়লেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি।তিনি বলেন, অনেক মানুষ একসঙ্গে যাত্রা করার কারণে ফেরার পথে টিকিট পেতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে আগে থেকে যারা টিকিট নিয়ে রেখেছেন তাদের সমস্যা হচ্ছে না।এদিকে ঈদের আগে যারা বাড়িতে যেতে পারেননি, এখন যাচ্ছেন তারা। কেউ কেউ যাচ্ছেন প্রয়োজনে, আবার অনেকেই স্বজনদের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য ঢাকা ছাড়ছেন।গত রোববার (১০ জুলাই) সারাদেশে উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার) ছিল ঈদের ছুটি। এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিন ছুটি ভোগ করেছেন।ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবারই (১২ জুলাই) খুলেছে সরকারি-বেসরকারি অফিস-কর্মস্থল। তবে এখনো অফিসপাড়ায় ঈদের আমেজ পুরোপুরি কাটেনি। এখনো ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *