Subscribe our Channel

মানবতার আরেক নাম পঞ্চগড় উপজেলা প্রশাসন

মোঃ তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর :

পঞ্চগড় সদর উপজেলার সুযোগ্য নির্বাহি অফিসার জনাব মোঃ আরিফ হোসেন স্যার কে সেলুট না দিয়ে পারছিনা এমনটি বলেন পঞ্চগড়ের সুশীল সমাজ। বিভিন্ন অনলাইন ও খবরের কাগজে অসহায় ১নং অমরখানা ইউনিয়নের মধু পাড়া গ্রামের আনজুয়ারার জীবন কাহিনী দেখে সেখানে তাৎক্ষণিকভাবে ছুটে যান পঞ্চগড় সদর উপজেলার সুযোগ্য নির্বাহি অফিসার মোঃ আরিফ হোসেন। শুধু আনজুয়ারাই নয় স্যার পঞ্চগড়ে আসার পর যেখানেই শুনেছেন অসহায় হতদরিদ্র মানুষের কথা সেখানেই এই নির্বাহি অফিসার সরেজমিনে উপস্থিত হয়েছেন। এবং অসহায়দের যতটুকু পারেন সহযোগিতা করেই চলেছেন। স্যারের উদারতার কাছে পঞ্চগড়ের মানুষ সারা জীবন কৃতজ্ঞ থাকবে। এমন দায়িত্বশীল মানুষ পঞ্চগড় জেলায় আরো আগে আসলে হয়তো অসহায় মানুষ আরো আগেই স্যারের পরশে দুঃখ-দুর্দশা কেটে যেত। যেমন উদাহরণ অনেক, কেউ যদি স্যারের কাছে এসে তার অসহায়ত্বের কথা প্রকাশ করেছেন তাৎক্ষণিকভাবে স্যার সরেজমিনে সেখানে উপস্থিত হয়ে তার সম্বন্ধে জেনেশুনে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। যা বর্তমান প্রেক্ষাপটে বিরল, সামান্য এই কয়েক মাসে পঞ্চগড়ের মানুষের মুখে মুখে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন এর কথা শোনা যায়, স্যার একজন সৎ ও ভাল মনের মানুষ। বর্তমানে পঞ্চগড় সদর উপজেলার ১০ ইউনিয়নে জনো নেত্রী শেখ হাসিনার উপহার ২০৮ টি পাকা বাড়ির কাজ কোন ঠিকাদার ছাড়াই দক্ষতার সাথে কঠোর পরিশ্রম করে চলেছেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহি অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *