
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে এক মাদক নিরাময় কেন্দ্রে অসুস্থ রোগীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মাদক নিরাময়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক যুবক তুরাগ নদীতে ঝাঁপ দিয়েছে।
বুধবার (১৯ মে) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন যুবক নাহিদ হোসেন (২৭)। গাজীপুরের সদর উপজেলার মনিপুর এলাকার হবি উল্লাহর ছেলে তিনি।
এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।
এলাকাবাসী, নিখোঁজের পরিবার, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার শিমুলতলী কালিয়াকৈর বাজার এলাকায় নিউ প্রত্যয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিখোঁজ যুবক নাহিদ মাদকাসক্ত হয়ে পড়েন। তার আচরণও হয়ে উঠে অস্বাভাবিক। তাকে স্বাভাবিক পথে ফিরে আনার চেষ্টা করেন পরিবারের লোকজন। পরে এক রকম বাধ্য হয়েই পরিবারের লোকজন তাকে মাদক নিরাময় কেন্দ্রে দেয়ার সিদ্ধান্ত নেন।
মাসখানেক আগে নাহিদকে ফিল্মী স্টাইলে ধরে গাড়িতে তোলে নিরাময় কেন্দ্রে নেয়া হয়। সে সময় থেকেই ওই কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটকে রাখা হয়। তার সঙ্গে আরও ২৪-২৫ জন সেখানে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই মাদক নিরাময় কেন্দ্রে দায়িত্বে থাকা লোকজনও মাদকাসক্ত। তাদের কথার নড়চড় হলে বিভিন্ন সময় চিকিৎসাধীন রোগীদের শারীরিক ও মানসিক দুধরণের নির্যাতন করা হয়ে থাকে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই কেন্দ্রে নির্যাতনের হাত থেকে নিজেকে বাঁচাতে বুধবার সকাল ১০টার দিকে ওই যুবক ভবনের ছাদ দিয়ে লাফিয়ে পাশে তুরাগ নদীর তীরে যান। খবর পেয়ে ওই কেন্দ্রের লোকজন ওই নদীর তীরে দৌড়ে গেলে যুবক ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন। এরপরই তিনি নদীর পানিতে ডুবে নিখোঁজ হন। তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন জানান, ছাদ দিয়ে পালিয়ে ওই যুবক নদীতে ঝাঁপ দিয়েছে। এ কেন্দ্রের লোকজন চেষ্টা চালিয়েও তাকে খোঁজে পায়নি। এছাড়া পরিবারের সম্মতিক্রমেই মাদকাসক্ত রোগীদের চিকিৎসার জন্য এখানে আনা হয়ে থাকে। তবে কেউ এখান থেকে হারিয়ে গেলে বা মৃত্যুবরণ করলে তারা দায়ী নয় বলে জানায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, তুরাগ নদীতে ডুবে নিখোঁজ হওয়া যুবককে উদ্ধারের চেষ্টা চালিয়েও এখনো তাকে উদ্ধার করা যায়নি। তবে সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফ হোসেন জানান, ওই নিখোঁজ যুবক এখনো উদ্ধার হয়নি। উদ্ধার কাজ অব্যাহত আছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।