ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন সেই প্যারিস সেইন্ট জার্মেইর খেলোয়াড়রা । সেই স্থান থেকে আশার পরই মহামারি করোনাতে পজিটিভ ধরা পরে ৩ জন খেলোয়ারের।
মহামারি করোনাতে নেইমার জুনিয়র দলের সবচেয়ে একজন বড় তারকা। অপর ২ জন লিওনার্দো পারেদেস ও অ্যাঞ্জেল ডি মারিয়া। সবচেয়ে আনন্দের ব্যাপার ৩ জনের শরীরেই বড় কোনো উপসর্গ নেই ।