
নিজস্ব প্রতিবেদক :
গত ১৬ই জানুয়ারি,২০২১ ইং তারিখ শনিবার মনোনয়ন ফরম জমা দিলেন সাদেকুল ইসলাম । রাণীশংকৈল ৮ নং ওয়ার্ডের একজন সফল কাউন্সিলর। রাণীশংকৈল পৌরসভা “গ” লেভেল থেকে “খ” লেভেল পৌরসভায় উন্নিত হওয়ার ফলে পৌরসভার আয়তন বেড়েছে। ফলপ্রসূতিতে ওয়ার্ড জটিলতায় তিনি বর্তমানে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হয়ে নির্বাচন অংশগ্রহন করবেন ।
সাদেকুল ইসলাম নিজ ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হয়ে নির্বাচনী এলাকার প্রতি কতটা দায়বদ্ধ সেটা তার নিজ এলাকার উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতাতে এলাকাবাসি সন্তুষ্ট ।
সরেজমিনে গিয়ে দেখা যায় সাদেকুল ইসলাম ৮/৯ ওয়ার্ডের রাস্তা সংস্কার হয়নি, লাইটিং করা হয়নি। তিনি নিজেস্ব প্রণোদিত হয়ে লাইটের কাজ নিজ এলাকায় আদায় করে এলাকাবাসির পাশে দাড়িয়েছেন।
এসময় সংবাদকর্মীদের কে তিনি জানালেন লাইটিং পিলারের কাজ প্রাথমিক ভাবে তার নির্বাচনী এলাকায় করা হয়নি। তার একান্ত প্রচেষ্টাতেই হয়তো আলোচিত হবে তার নিজের ওয়ার্ডটি ।
এছাড়াও তিনি নানা ধরনের সামাজিক এমনকি সংস্কৃতিক কার্যক্রমে যথেষ্ঠ সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এসময় জানা যায় তার নিজ হাতে গড়া সংগঠন “সাদেকুল কমিশনার, শান্তিপুর ফুটবল একাদশ” অন্যতম।