Subscribe our Channel

ভূমি দসূ ও জবরদখল কারীদের হাত থেকে সরকারী খাস জমি পুনরুদ্ধারে মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক : “খাস জমির অধিকার ভূমিহীন জনতা” বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের ২১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভূমি দসূ ও জবরদখল কারীদের হাত  থেকে সরকারী খাস জমি পুনরুদ্ধারের জন্য বৃহস্পতিবার ২৯ অক্টোবর বেলা ১২টার সময় পীরগঞ্জ উপজেলারে গেট থেকে তাদের এই মানব বন্ধনটি শুরু হয় । ঘিডোব মৌজার ৫৪ একর সরকারী খাস জমি জবরদখলকারী  বালু উওোলন ও বাঁশঝার রোপন বন্ধ করে সরকারী জমিটি উদ্ধার করে অসহায় ভূমিহীনদের মাঝে বন্টন করে স্মাশান ঘাট, কালী মন্দির নির্মাণ ও ধূগা ভাসা জায়গা পাওয়ার আশাতে সরকারের কাছে তারা সকলেই আশাবাদি । এই মানব বন্ধননের সাথে সকল ঘিডোব মৌজার  সচেতন ব্যাক্তিরা রাস্তায় তাদের দাবি আদায়ের জন্য  মানব বন্ধন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *