Subscribe our Channel

বোচাগঞ্জ থানায় পুজা কমিটির নেতৃবৃন্দের সাথে আইন শৃংখলা বিষয়ক সভা

জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :  আজ ৭ অক্টোবর বুধবার বোচাগঞ্জ থানা প্রাঙ্গনে উপজেলার ৮২টি মন্দিরের সভাপতি/ সম্পাদকের সাথে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বি পি এম পিপিএম (বার) । সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ আসন্ন শারদীয় দুর্গোৎসবে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্বাস্থ্য মেনে ধর্মীয় উৎসব পালন করার জন্য বুধবার (৭ অক্টোবর) বোচাগঞ্জ থানা প্রাঙ্গনে উপজেলার ৮২টি মন্দিরের সভাপতি/ সম্পাদকের সাথে আইন শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা করেছে বোচাগঞ্জ থানা প্রশাসন। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নবী হাসান খাঁন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বি পি এম পিপিএম (বার)। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, পূজা উদযাপন পরিষদ বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর ভদ্ররায়, সাধারণ সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য যে, আগামী ২২ অক্টেবর মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা সহ সকল ধর্মের মানুষ আসন্ন শারদীয় দুর্গোৎসবে অংশ নেবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *