Thursday, 13 March 2025, 5:39:40 am

Subscribe our Channel

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ  দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউপির ডহরা নামক এলাকায় বীরগঞ্জ -পীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃতের নাম জাহেরা বেগম (৭০), গ্রামঃ গমীরপুর, বিরল দিনাজপুর। নিহতের মেজ ছেলে সুত্রে জানা যায়, আমার মা বড় ভাই জাহেরুল ইসলাম(প্রফেসর, হাটরামপুর কলেজ) এর সাথে বোনের বাড়ি নাক্কাটিতে থেকে বাড়িতে আসতেছিল, এক সময় হঠাৎ ফোনে শুনলাম আমার মা মারা গেছে। আমার বাসায় মিলাদ ছিল আজকে কিন্তু তা আর হলো না। আমার মাকে আর কোনদিন ফিরে পাব না। ইউপি মেম্বার নবাব আলী বলেন, এ বিষয়টা সমাধান হয়ে গেল, লাশ নিয়ে যাবে। এখানে আমাদের কি করার আছে। একিডেন্ট তো অনেক জীবন কেড়ে নিচ্ছে। আর এ জায়গাতেই প্রতি বছর একজন করে মারা যাচ্ছেই, এ নতুন কিছু না। রাস্তার কি যে সমস্যা তা বোঝাই যাচ্ছে না। প্রতক্ষ্যদর্শী কাচু বলেন, লোক টা তো গাড়ি চালাচ্ছে, মাঝখানে একটা ১৪ বছর বয়সের মেয়ে ছিল আর মৃত জাহেরা বেগম তো পেছনে বসে ছিল। সাইড দিতে দিতে গাড়ির পেছনের চাকার ভিতরে ঢুকে গেল। সাথে সাথেই জাহেরা বেগম মাথা ফেটে মারা গেল। আর (জাহিরুল)চালকের হাত- পা ছাল গেছে। তবে ছোট মেয়েটার কিছুই হয় নি। বোচাগঞ্জ থানার তদন্ত ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তবে মর্গে পাঠানো হবে কিনা তা থানায় গিয়ে সিদ্ধান্ত হবে বলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *