
মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের বীরগঞ্জে ২০০৪ সালের ২১ আগস্ট হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরনে আলোচনা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিউর রহমান রাজু, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সাবুল, শ্রম বিষয়ক সম্পাদক দেবেন কুমার, উপজেলা যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত সহ পরে পথচারীরের মাঝে কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতার উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়।