
মোঃ তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বৈরাগী বাজার টি-২০ লীগ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের বৈরাগী বাজার নবীন সাহিত্য সংসদের আয়োজনে পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা শেষে স্থানীয় ইউপি সদস্য ও মোহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. আব্দুল ওয়ারেস, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম, বীরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক ও মোহনপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ১২নং আঞ্চলিক শাখার আ.লীগের সাধারণ সম্পাদক মো.সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানেশ্বর রায়। এসময় মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারুফ হাসান রনি শাহ্, সাধারণ সম্পাদক খোশবুল ইসলাম, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে ক্রিকেট টুুুর্নামেন্টের চ্যাম্পিয়ন ডিও ডিও হোটেল একাদশ দল ও রার্নাস আপ বিসমিল্লাহ্ স্টোর একাদশ দলের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।