
প্রতীকী ছবি
মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের জগদল ডাঙ্গাপাড়া গ্রামের ভ্যানচালক লিটন রায় (২৮) মারা যান। মৃত নবকান্ত রায়ের ছেলে। সুজালপুর পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টার জানান, লিটন বাড়ির দূরে ক্ষেতে খড়র আনার জন্য যান।
বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে হঠাৎ পচ- ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, লিটনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে স্ত্রী ও একটি কন্যা সন্তান রেখে গিয়েছেন।