
মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে পৃথক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক সহ পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা আনুমানিক সাড়ে ১১টায় কবিরাজহাট এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পাল্টি খেয়ে উপজেলার নিজপাড়া ইউনিয়নের বানপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে মাইক্রোবাস চালক নাঈম (১৬) এর মর্মান্তিক মৃত্যু হয়। একই দিনে উপজেলা শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার বিলপাড়া এলাকার দুলালের শিশু কন্যা লামিয়া আক্তার (৫) ও শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের নাজমুল ইসলামের শিশু কন্যা নওশিন ( ৪) পার্শ্ববর্তী পুকুরের ডুবে তাঁদের মৃত্যু হয়। শতগ্রাম ইউপি চেয়ারম্যান ডা. কে এম কুতুব উদ্দিন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, শিশু নওশিন তার নানীর বাড়িতে এসে নামিয়া আক্তারের সাথে খেলাধুলার একপর্যায়ে দুপুর ১টায় এ ঘটনা ঘটে।