Subscribe our Channel

বীরগঞ্জে ঢেপা নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা :  দিনাজপুরের বীরগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে ৭ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৫জুলাই) দুপুর ১টায় উপজেলার ঢেপা নদীতে এ ঘটনা ঘটে। জানা যায়, ৬-৭জন বন্ধু সহ ঢেপা নদীতে গোসল করার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে তলিয়ে যায় নিজপাড়া ইউনিয়নের কালিনগর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ও বীরগঞ্জ আলিয়া মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র ফাহিম ইসলাম (১৫)। এরপর বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় ইউপি সদস্য মো. ওবায়দুল হক সহ স্থানীয়দের সহযোগিতায় ঢেপা নদীতে খোঁজাখুজি শুরুর এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে গোসল করার স্থান থেকে বেশ কিছুটা দূরে তার লাশ পায়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *