
মো.তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) নিজস্ব সংবাদদাতা :
গুডনইেবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২০ পালিত হয়েছে। “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবসের আয়োজন করা হয়। বুধবার দুপুর আড়াইটায় বীরগঞ্জ সিডিপির অফিস প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধানপূর্বক এই দিবসে বীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। এ সময় বীরগঞ্জ সিডিপির চেয়ারপারসন প্রফুল্ল কর্মকার, মেডিকেল অফিসার সুস্মিতা সরকার, অফিসের অন্যান্য স্টাফবৃন্দ সহ ১৩০ জন কন্যাশিশু, ড্রিম স্কুলশিক্ষক, স্বেচ্ছাসেবক, স্টাফ, অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে জাতীয় কন্যাশিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে ব্যাপক আলোচনা, কোভিড-১৯ এর কারনে স্বাস্থ্য বিধিমানা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।