
মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বীরগঞ্জে ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে ও হেক্স/ইপারের সহযোগিতায় রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্ডিজিনাস এ্যান্ড ভালনারাবস পপুলেশন্স থ্রো এম্পায়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কমল কৃষ্ণ রায়, ইএসডিওর উপজেলা অফিসার মোছা. মোসলেম খাতুন।
এসময় ইএসডিওর কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার হোসনেয়ারা স্বপ্না, জান্নাতুল ফেরদৌসী সহ ৪টি ইউনিয়নের ২য় ব্যাচে ২৫ জন উপকারভোগী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা অফিসার মোছা. মোসলেম খাতুন জানান, উপজেলার ৪ টি ইউনিয়নের আদিবাসী দলিত এবং প্রান্তিক জনগোষ্ঠীদের এগিয়ে নেওয়া জন্য ইএসডিও রিভাইভ প্রকল্প কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণটি ধারাবাহিক অব্যহত থাকবে।