Subscribe our Channel

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শাড়ি-থ্রি-পিস-চাদর পাঠালো হিলি কাস্টম

উপজেলা প্রতিনিধি ( হিলি (দিনাজপুর) :

 

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ হাজার ২৪৬টি শাড়ি, সাত হাজার ৩২১টি চাদর ও ৮২৭টি থ্রি-পিস পাঠিয়েছে দিনাজপুরের হিলি কাস্টম কর্তৃপক্ষ। এসব কাপড় সীমান্ত এলাকায় বিভিন্ন সময় জব্দ করা হয়।

 

 

রোববার (১৭ এপ্রিল) দুপুরে দুটি কাভার্ডভ্যানে এসব মালামাল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ভান্ডারের ভারপ্রাপ্ত কর্মকর্তা এগুলো গ্রহণ করার কথা রয়েছে।

 

 

হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম  পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, হিলি সীমান্তে অবৈধভাবে ভারত থেকে পাচারকালে বিভিন্ন সময় শাড়ি, থ্রি-পিস ও চাদর জব্দ করে তা হিলি কাস্টমে জমা করে বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থা।

 

 

কাস্টমের গুদামে দীর্ঘদিন ধরে এগুলো পড়েছিল।

 

সব প্রক্রিয়া শেষে এসব পোশাক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *