
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার কলেজের খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সাংসদ ইমদাদুল হক ।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল এর সভাপতি আলোচনা সভায় বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা পৌর মেয়র ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, কলেজের উপাধ্যক্ষ কামরুল হাসান প্রমূখ।
সাবেক অধ্যক্ষ মো. হামমাদুল বার, অধ্যক্ষ মো. মুসলিম উদ্দীন, সহযোগী অধ্যাপক মো. বদরুল হুদা, সহযোগী অধ্যাপক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্যাপন কমিটির আহবায়ক মো, একরামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সাংবাদিক বৃন্দ ও ছাত্র-ছাত্রী, রাজনৈতিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর পোশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, অথিতিদের ক্রেষ্ট প্রদান ও বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার তুলে দেন অথিতিরা।