Subscribe our Channel

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৩০ জুলাই ২০২১ তারিখে ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের কথিত যুবলীগ সভাপতি বাদশা সুলায়মান দোকানদারের সাথে যোগসাজস করে বানানো ভিডিও চিত্র ধারণকৃত তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট এবং পরের দিন ৩১ জুলাই ২০২১ তারিখে অনলাইন পত্রিকা বার্তাবাজার ডটকম পত্রিকায় আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পন্ন মিথ্যা ,বানোয়াট ও ভিত্তিহীন বটে।

 

 

 

 

 

 

প্রকাশ থাকে যে, কোভিট-১৯ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী যে চ্যালেঞ্জ গ্রহন করেছেন তা বাস্তবায়নে এবং বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউন বাস্তবায়নের ধারাবাহিকতায় আমি আমার গ্রাম পুলিশ সঙ্গে নিয়ে নিয়মিত দায়িত্ব পালন করে আসতে থাকিলে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল (সুলায়মান ও সার-কৃটনাশক দোকানদার ফারুক) ইর্ষান্বীত হয়ে আগামী নির্বাচনকে লক্ষ্য করে জনসমর্থন অর্জনের জন্যে আমার বিরুদ্ধে এই মানহানীকর অপপ্রচার চালিয়েছেন।

 

 

 

 

 

অপরদিকে সে স্বার্থান্বেষী কুচক্রী মহল (সুলায়মান ও সার-কৃটনাশক দোকানদার ফারুক) এর সাথে চুক্তিবন্দি হয়ে স্থানীয় এক সাংবাদিকে দিয়ে সে সাংবাদিক তার নিজেস্ব ফেজবুক আইডিতে এবং অনলাইন নিউজ প্রোটালে “এমপির ছেলের টাকায় বাঁচার স্বপ্ন গুড়িয়ে দিল ইউপি সচিব’ শিরোনাম প্রকাশ করেছে। যাহা প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও মানহানীকর হইতেছে বটে। আমি আমার এই অপুরনীয় মানমর্যাদা ক্ষুন্ন ও সম্মান হানীমূলক ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

 

 

 

নিবেদক


মোঃ আলোপ্তগীন মুকুল
সচিব
৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ,
তেঁতুলিয়া, পঞ্চগড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *