Subscribe our Channel

পঞ্চগড়ে নব গৃহবধূর রহস্যজনক মৃত্যু
সুকুমার বাবু দাস, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মলানি গ্রামের অর্চনা রানী হীরা(১৯) নামের এক নব গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
২৯/০৭/২০২১ তারিখ বৃহস্পতিবার আনুমানিক বিকাল ২.৪৫মিনিট নিজ বাবার বাড়িতে গলায় ফাঁস দেয়। ঘটনার খবর পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন ও এস,আই মোঃ জাহাঙ্গীর সহ, সঙ্গীয় ফোর্স নিয়ে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। অর্চনা রানী (হীরা) আত্মহত্যা করেছেন বলে জানান তাঁর বাবা ও মা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় কয়েক মাস আগে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মলানি গ্রামের মৃঃ অনাথ বর্মনের মেয়ে অর্চনা রানী (হীরা) সঙ্গে একই গ্রামের প্রমথ বর্মন এর ছেলে বকুল বর্মনের সাথে বিয়ে হয়। অর্চনা রানি (হিরা) বেশ কয়েকদিন আগে বাবার বাড়ীতে বেড়াতে আসে। আজ তার শশুর বাড়ীতে যাওয়ার কথা কিন্তু শশুর বাড়ীতে যাবার আগেই সবার অগোচরে রান্না ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় অর্চনা রানী হীরার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন তাই ময়নাতদন্তের জন্য লাশ আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড় মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তার পরিবার পুলিশ কে জানান এবং পুলিশ সূত্রে জানা যায়, অর্চনা রানী (হীরা)শারীরিকভাবে অসুস্থ ছিল হয়তোবা এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান আটোয়ারী থানার (ওসি) মোঃইজার উদ্দিন । তনি আরো জানান, ওই নব গৃহবধূর লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *