
নিজস্ব প্রতিবেদক :
এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একই সাথে চারটি সন্তান জন্ম দিলেন কিশোরগঞ্জ এলাকার তারাইল উপজেলার পিংকি আক্তার নামে এক গৃহবধূ ।
এসময় ৩ জুলাই দুপুর ২.৩০ সময় (ঢামেক) হাসপাতাল এর গাইনি বিভাগে সিজারিয়ানের মাধ্যমে নবজাতক গুলোর জন্ম হয় ।
তাদের মধ্যে তিন জন ছেলে এবং এক জন মেয়ে ।